শিরোনাম
আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে : আশিক চৌধুরী। তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। কমলগঞ্জে সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বিনা ওয়ারেন্টে চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী গ্ৰেপ্তার । পাকিস্তানে হামলার কারণ ব্যাখ্যা দিলেন ভারতের পররাষ্ট্র সচিব কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:০১ অপরাহ্ন

 

আত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সূফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব- মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী

রিপোটারের নাম / ১০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আরফাত হোসেন: চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা ২৫ নভেম্বর (সোমবার) বিকালে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। সংগঠনের মহাসচিব ইসলামী চিন্তাবিদ মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাইজভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, পীরে তরিকত আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জামান আমেরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (মার্কেটিং) মো. আবদুর রহিম, শাহজাদা মাওলানা আশেকুর রহমান হাফেজনগরী, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ দীন, সমাজসেবক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর, শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, শাহাজাদা মাওলানা ছালেকুক মওলা, শাহাজাদা সৈয়দ রেজাউল করিম এয়াকুবী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন মিয়াজী, মোহাম্মদ নেজাম, সাংবাদিক এস এম আকাশ, সাংবাদিক মুহাম্মদ ইছমাইল, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, সাংবাদিক আয়ুব মিয়াজী, সংগঠক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, ছাত্রনেতা নূর রায়হান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন ত্যাগ, পরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব। খোদা প্রদত্ত নবী করিম (দঃ) এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে এসে তাসাওউফের শিক্ষা চর্চা, অনুসরণ ও অনুকরণ অত্যন্ত জরুরী। তাসাওউফ চর্চার নামে শরীয়ত ত্বরিকতের বিরুদ্ধে অবস্থানকারীদের স্বোচ্ছার প্রতিবাদ ও প্রতিরোধে আমরা বৃদ্ধ পরিকর। আজ দেশে বিদেশে একটি গোষ্ঠি ইসলামী তাহজীব তামুদ্দুনকে ধ্বংস করার জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় শান্তিপ্রিয় সূফিদর্শনে বিশ্বাসী ঈমান-আক্বিদায় পরিপূর্ণ জনগোষ্ঠীকে প্রতি মুহুর্তে সজাগ থাকতে হবে। ধর্মীয় মূল্যবোধ বিরোধী সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় গঠিত বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম দেশের প্রত্যন্ত অঞ্চলে সুফিবাদী ঘরনকার পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ করার নিমিত্তে কাজ করে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রায় সকলকে এক ও অভিন্নসুরে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একটি চিহ্নিত গোষ্ঠীকর্তৃক ওলি আউলিয়ার মাজার ভাংচুর, ধর্মীয় উপসনালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের নিকট জোর দাবি জানান এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে সহানুভূতিশীল হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ