শিরোনাম
শেখেরটেকে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম অসুস্থ অবস্থায় ময়মনসিংহের মাজার থেকে উদ্ধার করা হয়েছে অভিনেতা সমু চৌধুরীকে। ভারতের বিমান দুর্ঘটনায় নিহত ১৩৩ জন আরও বাড়ার আশঙ্কা। লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী গ্রেপ্তার মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।   নরসিংদী-০৪ আসনে ইসলামী আন্দোলনের হোন্ডা শোডাউনে চমক কুরআনের পক্ষে কথা বলার জন্য মাওলানা মো. জাহাঙ্গীর আলমকে আমরা সংসদে পাঠাতে চাই  : মাওলানা মোতালিব হোসেন বরকতী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীন বরন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।  তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। নির্বিঘ্নে সম্পন্ন মনোহরদীর ঐতিহ্যবাহী কাছিটান প্রতিযোগিতা, বিজয়ী দল পেল মহিষ
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

 

চন্দনাইশে নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে পৃথক পৃথক মানববন্ধন

রিপোটারের নাম / ২৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হামলার স্বীকার ও নৌকার সমর্থকদের পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি বাদে জুমা এলাকাবসীর উদ্যোগে চন্দনাইশের বুলার তালুক ও দোহাজারী সদর এলাকায় নির্বাচনে হামলার স্বীকার ও নৌকার সমর্থকরা পৃথক পৃথক মানববন্ধনের আয়োজন করে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও বুলার মসজিদ এলাকায় পৃথক পৃথক জাতীয় নির্বাচনে হামলার স্বীকারকারীদের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চন্দনাইশ শাখা ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন ওসমান গণি। আলোচনায় অংশ নেন, মিজানুর রহমান তুহিন, আবদুল জলিল, আল করিম, আবু জাফর, নোমান গণি, আবদুল হাকিম, বাচা মিয়া সওদাগর, সোলায়মান সওদাগর, বকতিয়ার উদ্দীন, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় কমিশন তৈয়ব আলী বুলার তালুক এলাকায় মুক্তিযোদ্ধা সার্জেন্ট আহমদ নবী, মদিনা আ’লীগ নেতা রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা নেতা মো. মিজানুর রহমান তুহিন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল জলিল, ব্যবসায়ী যথাক্রমে আবু জাফর, সিরাজুল ইসলাম, চালক নাসির উদ্দীন, মো. আদুসহ অনেক মানুষের ঘর-বাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করেছেন। মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

অপরদিকে কাউন্সিলর আবু তৈয়বের সমর্থনে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক স্থানীয় একটি মসজিদের সামনে ও দোহাজারী সদর এলাকায় নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাউন্সিলর তৈয়ব আলীর বড় ভাই মো. আলীর সভাপতিত্বে মানববন্ধনে আলোচনায় অংশ নেন, ব্যবসায়ী আবদুল মাবুদ, মো. সুমন, ফোরকান উদ্দীন, আদু মিয়া, মো. আজম, সাব্বির আহমদ, মো. ইসমাঈল সওদাগর, মো. আসিফ, মিজানুর রহমান, সাব্বির আহমদ, মেহেদী হাসান, আবদুল করিম, আসমা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আবু তৈয়ব নৌকার পক্ষে কাজ করেন এবং নৌকার প্রার্থী জয়লাভ করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঈশ্বরনিত হয়ে কে বা কারা বুলার তালুক এলাকায় রফিক সওদাগরের বাড়ীসহ বেশ কয়েকটি ঘর-ভাংচুর করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়টিকে মিথ্যাভাবে রূপ দিতে গিয়ে তারা কিছু ভাড়া করা লোক দিয়ে লোক দেখানো মানববন্ধন করে। এ ব্যাপারে তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ সার্বক্ষণিক মানববন্ধনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তবে মানববন্ধন চলাকালীন বুলার তালুক এলাকার মানুষ ভীতস্ত ছিল। এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছিল। অর্ধশতাধিক সংবাদকর্মী মানববন্ধনে সংবাদ সংগ্রহ করতে দেখা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ