শিরোনাম
পোরশায় বি এম ডি এর ট্রন্সফারমার চুরির দায়ে এক আসামি গ্রেফতার।  নগর ভবনে সভা করলেন ইশরাক পেলেন ক্রেস্ট। ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত। কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট Omicron XBB,মোকাবেলায় ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারা’র মাস্ক বিতরণ। জালিয়াতি করে দেনমোহরের টাকা বৃদ্ধি করায় প্রতারক ইউপি সদস্য সহ ৫ জন শ্রীঘরে চলমান সংঘাতের অবসানে ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে : ডোনাল্ড ট্রাম্প আ.লীগের সাবেক এমপির বাড়িতে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। “ত্যাগের আলো”য় শিশুদের মুখে হাসি— সিটি রেড ক্রিসেন্টের ব্যাতিক্রমী ঈদ আয়োজন। পুলিশ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে  সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে।
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

 

চন্দনাইশে বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন 

রিপোটারের নাম / ৪২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বাগ-এ-গণী ভাণ্ডারে শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ হাফেজনগরী আল মাইজভান্ডারী (রহঃ)’র  বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মহাসমারোহে হযরত শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ (রহঃ) ট্রাস্ট এর বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন, মাজারে গোসল, মিলাদ কিয়াম,ওয়াজ মাহফিল ও চেমা জিকির মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রসূল (দ:) শাহছুফি মাও. সৈয়দ শামসুল আরেফীন মাইজভান্ডারী (মা:জি:আ:)। গণী ভান্ডারের আওলাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা শাহছুফি সৈয়দ আসিফ নঈমুদ্দিন আহমেদ মাইজভান্ডারী, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব ছৈয়দ জুনাইদুল আনোয়ার ( মঃ), শাহজাদা ডা. সৈয়দ শফিউল আনোয়ার (ম:), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, যুবলীগ নেতা যথাক্রমে মোরশেদুল আলম, ফোরক আহমদ, বাংলাদেশ আল ওয়াসেল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মো. তারেক আজিজ, মো. আজগর আলী সুজন,  মো. আব্দুল নবী, মো. আজম উদ্দিন মামুন, মো. রোকন। তকরির পেশ করেন সাতবাড়িয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদি, জাফরাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা নূর হোসেন ফারুকী, গণী ভান্ডারের আওলাদ, সাংবাদিক যথাক্রমে ফায়জুল হক দস্তগীর, আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহাদাত হোসেন প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ