শিরোনাম
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন ছদাহার চেয়ারম্যান  ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে : প্রণয় ভার্মা। ঘুমের মধ্যেই চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি  ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেছে :গভর্নর দেশের শিল্পখাতে অস্থিরতা অচিরেই কেটে যাবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা   সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা  জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন। চাঁদগাও মোহরা ওয়ার্ড বি এন পি সভাপতি জনাব জানে আলম জিকুর ৫৫ তম জন্মদিন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মামলা দায়ের।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়দ মুহাম্মদ সাবের শাহ (মা. জি. আ)

রিপোটারের নাম / ১৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার ব্যবস্থাপনায় (৭ অক্টোবর) শনিবার বাদে জোহর হতে পাঠানদন্ডী সুচিয়া জহির ফিলিং স্টেশন মাঠে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স ও পাঠানদন্ডী তাহেরীয়া ছাবেরীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে মহিলাদের বায়তের কার্যক্রম-তালিমি জলসা অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল(দঃ) পীরে বাঙ্গাল সৈয়দ মুহাম্মদ সাবের শাহ(মা. জি.আ)। তিনি বলেন, সন্তান কুপথ থেকে ফিরে আসলে যেভাবে মা-বাবা অশেষ খুশি হন, তেমনি তাওবার মাধ্যমে আল্লাহ পাক অশেষ খুশি হন। অসৎ পথ থেকে গুনাহগার মানুষকে আল্লাহ ও রাসুলের পথে ফিরিয়ে আনতেই পবিত্র কুরআনের নির্দেশনা ‘ওয়াকুনু মা’আস সাদেকীন’ আয়াতের আলোকে সিলসিলায়ে আলীয়া কাদেরিয়ার মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করার মিশনের কাজ পরিচালনা করেন অলি আল্লাহগণ।

তাওবার মাধ্যমে আল্লাহ ও রাসুলকে রাজি রাখতে এবং তাকওয়া ভিত্তিক পরিশুদ্ধ জীবনের জন্য অলি আল্লাহগণের পক্ষ থেকে বায়আত করানো হয়েছে। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দীন।

আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, এড. মোজাম্মেক হক ফারুকী ও জিএম শাহাদত হোসাইন মানিকের যৌথ সঞ্চালনায় তাকরির করেন সাবেক অধ্যক্ষ আহমদ হোসেন আল- কাদেরী, শায়খুল হাদীস আল্লামা আশরাফুজ্জমান আল- কাদেরী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, অধ্যক্ষ হারুন রশিদ আশরাফী, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, মাওলানা সৈয়দ হাসান আল- আজহারী, প্রফেসর সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারি, অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রেজভী, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মাওলানা আবুল কাসেম আনচারী, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, এটিএম আবদুস সাত্তার, মাওলানা মামুন উদ্দীন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দীন কাদেরী, মাওলানা মঈনুদ্দীন কাদেরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর মহিউদ্দিন, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, মোজাম্মেল হক তালুকদার, আলী হোসাইন, ফয়েজ উল্লাহ খতিবি, সাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ ইদ্রীস চৌধুরী , হাজী মুহাম্মদ শের আলী খান, মোয়াজ্জেম হোসেন বাবুল, মুহাম্মদ মঈনুদ্দীন রুপন, শরফুদ্দিন চৌধুরী কাজল, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মহরম আলী, হাজী মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ সোহেল রানা, মোরশেদুল আলম শিকদার টিপু, শহিদুল ইসলাম, মো. মহিউদ্দিন, গাজী আলাউদ্দীন রাজু প্রমুখ। কনফারেন্সে একজন ভিন্নধর্মী হুজুর কিবলার হাতে ইসলাম ধর্ম গ্রহন করেন। শেষে মিলাদ কিয়াম এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ(মা. জি. আ)।


এই ক্যাটাগরির আরো সংবাদ