শিরোনাম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে।
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা সরোজগঞ্জে পিকআপের ধাক্কায় ১ শ্রমিকের মৃত্যু: আহত ২

রিপোটারের নাম / ৫৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 

সাজিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহা সড়কের সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের সামনে পিক আপের ধাক্কায় সারজেত নামে এক লেবার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, এবং ২ লেবার শ্রমিক গুরুত্ব আহত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডাদহ গ্রামে রিয়াজ উদ্দীনের ছেলে দিন মুজুরী লেবার শ্রমিক সারজেত (৪২) মর্মান্তিক মৃত্যু হয়েছে, এবং একই গ্রামের মৃত আজফ আলীর ছেলে কালু (৩৫) ও শরফুদ্দির ছেলে শাহার (৩২) আলী নামে দুই জন গুরুত্ব আহত হয়। তারা প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার সকালে পাখিভ্যান যোগে জীবিকা নির্বাহ জন্য বাড়ির থেকে ডাকবাংলা উদ্দেশ্য রওনা হলে, সরোজগঞ্জ বাজারে তেতুল শেখ কলেজের সামনে পথিমধ্যে অপর দিক থেকে ছেড়ে আসা পিক আপের সাথে পাখি ভ্যানে মুখোমুখি সংঘর্ষ হলে পিক আপের চাকায় পৃষ্ঠ হয়ে মাথায় ও মুখে মারাত্মক আঘাত লাগে সারজেতের। পরে পথচারী ও স্হানীয় লোকজন মিলে সারজেত, কালু ও শাহার আলীকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্মরত চিকিৎসক সারজাতের মৃত বলে ঘোষণা করেন।

 

অপর দিকে জানা গেছে, গত ২৬ শে অক্টোবরে একই দিনে ও একই স্থানে বড় ভাই কামাল হোসেন বাসের চাকায় ঘটনাস্থলে পৃষ্ট হয়ে মারা যান। এ দুই ভায়ের মৃত্যু ঘটনায় নিহত পরিবারের নেমে আসে শোকের ছায়া। নিহত সারজেতের লাশ ময়না তদন্ত শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে বাদ আসর দাফন কাফন সম্পুন্ন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ