শিরোনাম
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন ছদাহার চেয়ারম্যান  ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে : প্রণয় ভার্মা। ঘুমের মধ্যেই চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি  ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেছে :গভর্নর দেশের শিল্পখাতে অস্থিরতা অচিরেই কেটে যাবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা   সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা  জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন। চাঁদগাও মোহরা ওয়ার্ড বি এন পি সভাপতি জনাব জানে আলম জিকুর ৫৫ তম জন্মদিন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মামলা দায়ের।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

জমকালো আয়োজনে শেষ হলো অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি ২০২৪ ।

রিপোটারের নাম / ২৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক :  শুক্রবার ১৯ শে জানুয়ারি জমকালো আয়োজনে অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও  চড়ুই ভাতি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।

রিনিক মুনের সঞ্চালনায় সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কো স্পনসর  ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কাজী রায়হানুল ইসলাম (আরমান)। এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ,অদিতি সাহা,মিলন সাহা,রিমু দেবী, তনুশ্রী দিপা,সুলতানা রাজিয়া, শহিদুল ইসলাম সাগর, জাহেদুল আলম, ঝুমলি চৌধুরী,প্রিন্স বিজয় , আকলিয়া রুমি,মিরাজুল হক, বর্ণা তালুকদার, জিসানা কবির, জান্নাতুল নাঈম প্রমুখ।

অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগী নয় সহযোগী হিসেবে আমরা সবাই মিলেমিশে কাজ করব এটাই অনিন্দ্য প্রয়াসের মূল লক্ষ্য ।

সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি  সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কো স্পনসর কাজী রায়হানুল ইসলাম আরমান বলেন অনিন্দ্য প্রয়াসের  উদ্যোগে চড়ুইভাতির প্রত্যেক প্রোগ্রামে আমি সাথে ছিলাম আগামীতে অনিন্দ্য প্রয়াসের সাথে থাকতে চাই ।

এই চড়ুইভাতিতে বাচ্চাদের বল নিক্ষেপ ,মহিলাদের হাড়িভাঙ্গা , পুরুষদের সুই সুতা সেলাই সহ  বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস ।

এইবার পটিয়ার বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রে অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল জগতে নিজের কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন উদ্যোক্তাদের নিয়ে অনিন্দ্য প্রয়াসের  যাত্রা । অনিন্দ্য প্রয়াস বর্তমানে ২০০  উদ্যোক্তা যুক্ত আছেন। উদ্যোক্তারা অনিন্দ্য প্রয়াস পরিবারের সাথে কাজ করে সফলতা অর্জন করে যাচ্ছেন।

অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি এইবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এইচটি বাংলা।

সংস্কৃতি অনুষ্ঠান ও  Raffle ড্র এর মাধ্যমে শেষ হয়েছে চড়ুই ভাতি ২০২৪ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ