জহর হাসান সাগর :সাতক্ষীরার তালা উপজেলা জেলা নলতা নিকারি পাড়া ঈদগাহ ময়দানে ৪১ তম বার্ষিক ঐতিহ্যবাহী আমিনীয়া ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী অনুষ্টান বুধবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
মাহফিলে প্রথম দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাদ্দিস অধ্যক্ষ মাও: আবু দাউদ আনসারী। দ্বিতীয় দিনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাও: আবু সাঈদ কাওসারী, ইমাম ও খতিব জেয়ালা নলতা নিকারী পাড়া আমিনিয়া জামে মসজিদ। পীরজাদা শরফুল আমিন সাহেব, বশিরহাট ভারত। আলহাজ্ব মাও: আসাদুজ্জামান আসাদ জিহাদী, অর্থ সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন জেলা শাখা নাটোর ও ধর্মীয় আলোচক, চ্যানেল ২৪, ঢাকা। মাওলানা বাইজিদ আমিন সাহেব, বশিরহাট ভারত। মুফতি মোহাম্মদ আবুল বাশার জিহাদ বিন জয়নাল সাহেব জিনায়দা, খতিব মঙ্গলপৈতা বাজার জামে মসজিদ, বারো বাজার যশোর। মুফতি মোশাররফ হোসেন কাসেমী, খতিব উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ, শালিখা, মাগুরা , সিনিয়র শিক্ষক ফজলুল উলুম কওমি মাদ্রাসা, মাগুরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক মো: হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল উপজেলা নির্বাহী অফিসার, তালা, সাতক্ষীরা, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম এবং অনুষ্টান পরিচালনা করেন মোঃ মাহফুজুর রহমান।