শিরোনাম
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন ছদাহার চেয়ারম্যান  ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে : প্রণয় ভার্মা। ঘুমের মধ্যেই চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি  ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেছে :গভর্নর দেশের শিল্পখাতে অস্থিরতা অচিরেই কেটে যাবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা   সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা  জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন। চাঁদগাও মোহরা ওয়ার্ড বি এন পি সভাপতি জনাব জানে আলম জিকুর ৫৫ তম জন্মদিন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মামলা দায়ের।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

দিল্লি থেকে বিভিন্ন ভাষার চারজনকে প্রথম যুগল কিশোর শুক্লা পুরস্কার প্রদান।

রিপোটারের নাম / ৪৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি: দিল্লি থেকে এই প্রথম যুগল কিশোর শুক্লা পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ভাষার চারজনকে।
১৮২৬ সালে কানপুর থেকে প্রকাশিত প্রথম হিন্দি সংবাদপত্র “উদন্ত-মার্তান্ড”-এর প্রথম সম্পাদকের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়।
আন্তর্জাতিক চারজন ব্যক্তিকে চার ভাষায় বিশেষ অবদানের জন্য এবং একটি আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠায় অবদানের জন্য তাদেরকে এই এওয়ার্ড /পুরস্কার প্রদান করা হয়।
গত ৩০ মে ছিল হিন্দি জার্নালিজম ডে এবং এই হিন্দি জার্নালিজম দিবস উপলক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও তৃণমূল বার্তা”- র সম্পাদক মোঃ আব্দুর রহমান এ পুরস্কার পাওয়ায় তার অনুভূতি প্রকাশ করেন এভাবে, “আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ডঃ অনুরুদ্ধ সুধাংশু প্রফেসর হিন্দি বিভাগ আন্ডার অব দিল্লী ইউনিভার্সিটি
সহ দিল্লির সাংবাদিক ভাই ও জুড়ি বোর্ড যারা আমাদেরকে এই পুরস্কারে মনোনীত করেছে। আমরা চেষ্টা করেছি যে আন্তর্জাতিকভাবে সাংবাদিকদেরকে নিয়ে কাজ করা, সাংবাদিক স্বাধীনতা নিয়ে কাজ করা, এবং পাশাপাশি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি করা এবং সেটার উদ্দেশ্যেই সার্ক জার্নালিশ ফোরাম গঠিত হয়। আজকের এ পুরুষ্কার বা অ্যাওয়ার্ড কাজের স্বীকৃতি আমাদের কে আরো এগিয়ে নিয়ে যাবে, কাজ করার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিবে”
অন্য যারা এ পুরস্কার পেলেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা নেপালের সিনিয়র সাংবাদিক ও টাইমস এশিয়ানের সম্পাদক, বিশিষ্ট স্পোর্টস জার্নালিস্ট দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর স্মিতা মিশ্র ও মহারাষ্ট্র বোম্বের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক অনিল বিষ্ণু সেবেল।
সার্ক জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দক্ষিণ এশিয়ার একটি অন্যতম বৃহত্তম সংগঠনিক হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এবং এর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন দেশে আন্তর্জাতিক কনফারেন্সে তারা আয়োজন করে যাচ্ছে সফলভাবে ।
সর্বশেষ তারা আয়োজন করছে আগ্রার পাঁচতারা হোটেল ক্লাকস সিরাজে ইন্দো -নেপাল -বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়া কনকেলেভ।


এই ক্যাটাগরির আরো সংবাদ