শিরোনাম
শেখেরটেকে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম অসুস্থ অবস্থায় ময়মনসিংহের মাজার থেকে উদ্ধার করা হয়েছে অভিনেতা সমু চৌধুরীকে। ভারতের বিমান দুর্ঘটনায় নিহত ১৩৩ জন আরও বাড়ার আশঙ্কা। লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী গ্রেপ্তার মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।   নরসিংদী-০৪ আসনে ইসলামী আন্দোলনের হোন্ডা শোডাউনে চমক কুরআনের পক্ষে কথা বলার জন্য মাওলানা মো. জাহাঙ্গীর আলমকে আমরা সংসদে পাঠাতে চাই  : মাওলানা মোতালিব হোসেন বরকতী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীন বরন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।  তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। নির্বিঘ্নে সম্পন্ন মনোহরদীর ঐতিহ্যবাহী কাছিটান প্রতিযোগিতা, বিজয়ী দল পেল মহিষ
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

 

দোহাজারী শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে দোহাজারী পৌরসভা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা গত ৬ সেপ্টেম্বর জামিজুরী তুলসী হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন পশ্চিম হারলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রিটুপানন্দ ব্রহ্মচারী, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, সংবর্ধিত অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা মেয়র মো. লোকমান হাকিম, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাস, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: বিল্লাল হোসেন, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তী, দোহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক আশীষ চন্দ্র দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মিটন মহাজন, নির্বাহী সদস্য বিকাশ চন্দ্র দে। দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ- সভাপতি সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষ্ণ কান্ত ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক গণেশ দে, দোহাজারী শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভবতোষ শীল, সাংগঠনিক সম্পাদক বাবলু সুশীল, বাবলু মজুমদার, মুন্না সেন, দীপন দাশ প্রমুখ। বক্তারা বলেন পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। তাঁর আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত। এই বছর আজ ৩০ অগাস্ট আমরা পালন করছি কৃষ্ণ জন্মাষ্টমী। মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের। কংসের হাত থেকে তাঁকে রক্ষা করতে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বসুদেব। স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাঁদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান। তার পুণ্যফলের জন্যই দেবকী ও বাসুদেবের কাছে তিন বার অবতার নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিষ্ণু দেবকীকে জানান যে, প্রথম জন্মে বৃষ্ণীগর্ভ নামক এক পুত্র হয়। দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন, তখন বিষ্ণু ছিলেন, তার পুত্র উপেন্দ্র, এবং তিনিই বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন। এবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করে তাঁর প্রতিশ্রুতি পুরো করেন বিষ্ণু।


এই ক্যাটাগরির আরো সংবাদ