শিরোনাম
পাটগ্রাম পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্জিত অর্থ সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে : আনসারুল হক চট্টগ্রামে ১২ জন কারা পরিদর্শকের মধ্যে ৮ জন বিএনপি নেতা-কর্মী। গাইবান্ধায় স্বামীর মিথ্যা মামলায় হয়রানীর শিকারে সংবাদ সম্মেলন । পটিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ মাইক্রো ভারতে আটক থাকা ৫ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবি সাতক্ষীরায় এক রাতে চার দোকানের মালামাল চুরি ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী সাবা। টিসিবি এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া : বাণিজ্য উপদেষ্টা আমরা আল্লাহর শক্তিতে বলীয়ান একটি জাতি গঠন করতে চাই : জামায়াত আমির 
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

বিভিন্ন এলাকা থেকে চাউল সহ টাকা তুলে নিয়ে যাচ্ছে মাধবপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে

বাবুল তন্তবায় দীপু / ২০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুরে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী রহঃ মাজার শরীফের পূর্ব পাশে গাউসিয়া মন্জিলে পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন গাউছিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।

মুসলিম শিশুদের ধর্মীয় জ্ঞানার্জনের প্রথম পাঠশালা মক্তব। মক্তব হারিয়ে যাওয়া মানে মুসলিম শিশুদের ধর্মীয় জ্ঞানার্জনের প্রাথমিক ও সহজ পথ বন্ধ হয়ে যাওয়া। তাই গাউসিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করে মক্তব মিশন শুরু করেন পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী। এ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সহ বয়স্ক ব্যক্তিদের ও সহিসুদ্ধ ভাবে তাজবীদ সহকারে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন।

এ ধর্মীয় পাঠশালা মক্তব মিশন কে ধূলিসাৎ/ সুনাম নষ্ট করতে কে বা কাহারা এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে গ্রামে গ্রামে গিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে চাউল সহ অনেক মোটা অংকের টাকা ও।

এ বিষয়ে গাউসিয়া নুরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কার ও কাছে কোন চাঁদা বা চাউল/ টাকা উত্তোলন করতে পাঠান নাই। কে বা কাহারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এসব করছে। তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

তিনি আরও বলেন, আমি আমার নিজ অর্থায়নে প্রায় শত ছাত্র ছাত্রীর জন্য জায়গা নির্ধারণ, হুজুরের থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করে আসছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান কে আরও বড় পরিসরে নিয়ে আলিয়া মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ।

যে কোন এলাকায় যদি গাউসিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোন ব্যক্তি চাউল/ টাকা উত্তোলন করতে যায় সাথে সাথে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ জানান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ