শিরোনাম
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন ছদাহার চেয়ারম্যান  ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে : প্রণয় ভার্মা। ঘুমের মধ্যেই চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি  ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেছে :গভর্নর দেশের শিল্পখাতে অস্থিরতা অচিরেই কেটে যাবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা   সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা  জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন। চাঁদগাও মোহরা ওয়ার্ড বি এন পি সভাপতি জনাব জানে আলম জিকুর ৫৫ তম জন্মদিন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মামলা দায়ের।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

বেলায়েত বুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ১৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে খুলশী থানা, আকবরশাহ থানা, বায়েজিদ বোস্তামী থানা ও পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল। আজ ৯মে বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল জমিয়াতুল ফালাহ মসজিদ মোড় থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, অবৈধ হাসিনা সরকার জনবিচ্ছিন্ন হয়ে আসন্ন পতন আতঙ্কে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছেন। উচ্চ আদালতে জামিন থাকার পরেও নিন্ম আদালতে সরকারের আজ্ঞাবহ আদালতের মাধ্যমে নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা অমানবিক ও হয়রানি ছাড়া কিছুই নয়। অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, আব্দুল হাই, শিল্প বিষয়ক সম্পাদক পারভেজ, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানার আহবায়ক সৈয়দ আলতাফ হোসেন, পাহাড়তলী থানার আহবায়ক আনিস উজ্জামান পাটোয়ারী টুটুল, খুলশী থানার আহবায়ক রায়হান আলম, সদস্য সচিব বিল্লাল হোসেন, আকবরশাহ থানার সদস্য সচিব তৌসিফ চৌধুরী, রাজিম উদ্দিন আকন্দ, নাছির উদ্দিন, ইকবাল হোসেন, মিন্টু, হানিফ, রিপন, জাহাঙ্গীর, জিয়া উদ্দিন রনি, সেলিম, পারভেজ, মোদাচ্ছের, সুজন, বাপ্পী, শুক্কুর ও ওসমান সহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ