সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টার:– জাতীয়তাবাদী তরুণ দলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা, বোয়ালখালী উপজেলা পৌরসভা যৌথ উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর শনিবার বোয়ালখালী সদরে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ সোহেল সওদাগর। সভা পরিচালনা করেন দক্ষিণ জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ও মোহাম্মদ ইসমাইল। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসেম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল আলম সহ-সভাপতি ইসমাইল সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাধারণ সম্পাদক মোঃ মনসুর তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সেলিম বোয়ালখালী উপজেলা আহ্বায়ক নুরুল কবির বোয়ালখালী উপজেলা সদস্য সচিব আকবর সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইদ্রিস সিনিয়র সদস্য আবছার পৌরসভা তরুণ দলের আহবায়ক মোহাম্মদ মিজান পৌরসভা তরুণ দলের সদস্য সচিব আবু তালেব পৌরসভা তরুণ দলের সহ-সভাপতি সেলিম সিনিয়র সদস্য দিদার সিনিয়র সদস্য সুলাইমান চীনা সদস্য এরশাদ সহ জেলা উপজেলা পৌরসভা তরুণ দলের নেতৃবৃন্দ সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতীয়বাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিকী,
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর নেতৃত্বে সারা বাংলাদেশ তরুণ দলের জাগরণ সৃষ্টি হয়েছে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে তরুণ দলের নেতা কর্মীরা মাঠে ময়দানে সক্রিয় থাকতে হবে, দলের দুর্দিনে নেতা কর্মী যারা আন্দোলন সংগ্রাম করে ছিল তাদেরকে মুল্যায়ন করার আহবান জানান কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দর সুদৃষ্টি কামনা করেন। দলকে শক্তি শালী করার আহবান জানান।