শিরোনাম
আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্প সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন এলডিপি নেতা নুরুল ইসলাম
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৫১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বাপ্রাসাফ রিপোর্ট : বাথা ডিমুরা হোটেলে সাবেক( রামাদ হোটেলে)এ মংগল বার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)প্রতিষঠাতা সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন এর সভাপতিত্বে ফোরাম সাধারণ সমপাদক ও বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিনের পরিচালনায় শুরুতে পবিএ কোরআন তেলওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সমপাদক ও দৈনিক আলোকিত সকাল এর রিয়াদ প্রতিনিধি শাহাদাৎ আল মেহেদী।সভায় প্রধান অতিথি ছিলেন সানসিটি মেডিকেল এর ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান।সভায় নব নিযুক্ত এশিয়া টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও মাইটিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ কে ফুলেল শুভেচছায় সিক্ত করে অভিনন্দন জানানো হয়।সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এখন টিভি ও মোহনা টিভি প্রতিনিধি মো:জাহাঙ্গীর আলম হৃদয়, এসএ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, জনপ্রিয় তৃনমুল টিভি প্রতিনিধি ফোরাম যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন,বি-বাড়ীয়া নিউজ টিভি প্রতিনিধি ও ফোরাম দপ্তর সমপাদক এম মেহেদুল খান,দৈনিক নারায়ণগঞ্জ পএিকার সৌদি প্রতিনিধি মো:আলী,এশিয়ান টিভি প্রতিনিধি ও ফোরাম উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন,মাইটিভি প্রতিনিধি ও ফোরাম সাংগঠনিক সমপাদক সাদেক আহমেদ,সাংবাদিক মো:মোর্শেদ আলম প্রমুখ।সভায় প্রতি বছর ইফতার মাহফিল ও শীত কালীন পিঠা উৎসব করার নীতি গত সিদ্ধান্ত গৃহিত হয়।যেকোন সংবাদ কর্মীর বিপদে আপদে ঐক্যবদ্দ ভাবে পাশে দাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।গনতান্ত্রিক ভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রবাসে গন- মাধ্যমের নিজেদের মধ্য ঐক্যর উপর গুরুত্ব আরোপ করা হয়।দেশ জাতীর ভার্বমুতি রক্ষায় জোর দেওয়া হয়।বিশ্ব মুসলিমের অভিভাবক দেশ পবিএ ভুমি সৌদি আইন মেনে চলার উপর সর্বোচছ গুরুত্ব দেওয়া হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ