শিরোনাম
ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৫৯ জন এমপির আহ্বান ইসরায়েলি বাহিনীর  হামলায় ১১০ জন ফিলিস্তিনি নিহত সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি ।
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

 

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৩৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বাপ্রাসাফ রিপোর্ট : বাথা ডিমুরা হোটেলে সাবেক( রামাদ হোটেলে)এ মংগল বার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)প্রতিষঠাতা সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন এর সভাপতিত্বে ফোরাম সাধারণ সমপাদক ও বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিনের পরিচালনায় শুরুতে পবিএ কোরআন তেলওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সমপাদক ও দৈনিক আলোকিত সকাল এর রিয়াদ প্রতিনিধি শাহাদাৎ আল মেহেদী।সভায় প্রধান অতিথি ছিলেন সানসিটি মেডিকেল এর ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান।সভায় নব নিযুক্ত এশিয়া টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও মাইটিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ কে ফুলেল শুভেচছায় সিক্ত করে অভিনন্দন জানানো হয়।সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এখন টিভি ও মোহনা টিভি প্রতিনিধি মো:জাহাঙ্গীর আলম হৃদয়, এসএ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, জনপ্রিয় তৃনমুল টিভি প্রতিনিধি ফোরাম যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন,বি-বাড়ীয়া নিউজ টিভি প্রতিনিধি ও ফোরাম দপ্তর সমপাদক এম মেহেদুল খান,দৈনিক নারায়ণগঞ্জ পএিকার সৌদি প্রতিনিধি মো:আলী,এশিয়ান টিভি প্রতিনিধি ও ফোরাম উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন,মাইটিভি প্রতিনিধি ও ফোরাম সাংগঠনিক সমপাদক সাদেক আহমেদ,সাংবাদিক মো:মোর্শেদ আলম প্রমুখ।সভায় প্রতি বছর ইফতার মাহফিল ও শীত কালীন পিঠা উৎসব করার নীতি গত সিদ্ধান্ত গৃহিত হয়।যেকোন সংবাদ কর্মীর বিপদে আপদে ঐক্যবদ্দ ভাবে পাশে দাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।গনতান্ত্রিক ভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রবাসে গন- মাধ্যমের নিজেদের মধ্য ঐক্যর উপর গুরুত্ব আরোপ করা হয়।দেশ জাতীর ভার্বমুতি রক্ষায় জোর দেওয়া হয়।বিশ্ব মুসলিমের অভিভাবক দেশ পবিএ ভুমি সৌদি আইন মেনে চলার উপর সর্বোচছ গুরুত্ব দেওয়া হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ