শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

সাবেক প্যানেল মেয়র লিটনের বাসা থেকে সিগারেট তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ ।

রিপোটারের নাম / ২৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের ভাড়া বাসা থেকে সিগারেট তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আয়শা সিদ্দিকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যায় চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার রঙ্গিপাড়ার রমনা আবাসিক মসজিদ গলির একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সন্দেহে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, ১ হাজার ৭৩৬ রোল সিগারেট পেপার (সাদা বড় রোল ১৪৮, ছোট সাদা রোল ৪২৫, কালো বড় রোল ১২৬, কালো ছোট রোল ১,০৩৭) এবং এক পিস ডিডিআর (সিসিটিভি) জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কাস্টমস গুদামে জমা করা হয়েছে।

আয়শা সিদ্দিকা বলেন, ‘সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের আইনবহির্ভূত ব্যবহার, নকল সিগারেট উৎপাদনসহ সিগারেট খাতে বিদ্যমান অনিয়ম চিহ্নিত এবং নিবারণমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটি কমিটি গঠন করে। ওই কমিটি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের অবৈধ ব্যবহারের মাধ্যমে নকল সিগারেট উৎপাদন করে রাজস্ব ফাঁকিসহ সিগারেট খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় জাল ব্যান্ডরোলসহ নকল সিগারেট তৈরির বিভিন্ন উপকরণ অবৈধভাবে মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।’

তিনি আরও বলেন, নকল সিগারেট উৎপাদনের লক্ষ্যে জব্দ করা উপকরণ মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টার অভিযানে ওই আবাসিক এলাকার মসজিদ গলির আল ফরিদ ম্যানসনের নিচতলার দুটি ঘরে তল্লাশি চালিয়ে এসব উপকরণ জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার তফছির উদ্দিন ভূঁঞা জানান, জব্দকৃত মালামাল ল্যাব টেস্টে পাঠানোর পর জানা যাবে এসব সিগারেটের ব্র্যান্ড রোলগুলো আসল নাকি নকল। ধারণা করছি যেহেতু অবৈধ গোডাউনে রাখা হয়েছে, সেহেতু এগুলো নকল। যাচাই-বাছাই শেষে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন ও তার ছোট খোকন বাসা ভাড়া করে এগুলো রেখেছেন বলে বাড়ির মালিক জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ