শিরোনাম
পোরশায় বি এম ডি এর ট্রন্সফারমার চুরির দায়ে এক আসামি গ্রেফতার।  নগর ভবনে সভা করলেন ইশরাক পেলেন ক্রেস্ট। ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত। কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট Omicron XBB,মোকাবেলায় ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারা’র মাস্ক বিতরণ। জালিয়াতি করে দেনমোহরের টাকা বৃদ্ধি করায় প্রতারক ইউপি সদস্য সহ ৫ জন শ্রীঘরে চলমান সংঘাতের অবসানে ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে : ডোনাল্ড ট্রাম্প আ.লীগের সাবেক এমপির বাড়িতে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। “ত্যাগের আলো”য় শিশুদের মুখে হাসি— সিটি রেড ক্রিসেন্টের ব্যাতিক্রমী ঈদ আয়োজন। পুলিশ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে  সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে।
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

 

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ 

রিপোটারের নাম / ৩১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

১৪ এপ্রিল রোজ শুক্রবার দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে নিন্ম মধ‍্যবিত্ত পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। এমতাবস্থায় যদি সমাজের বিত্তবান ব‍্যক্তিরা অসহায় মানুষের কল‍্যাণে এগিয়ে আসে তাহলে তাদের এই কষ্ট অনেকাংশে কমে আসবে। আর তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী সহ সকল বিত্তশালীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, মোঃ মোকছেদুল হক, রুপা চক্রবর্তী, সুক্লা চক্রবর্তী, জান্নাতুল নাঈম নিশি, মোঃ শাহ আলম, মোঃ মিজান প্রমূখ।

এই সময় দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ