শিরোনাম
চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

 

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন ডবলমুরিংয়ের মনছুরাবাদে

রিপোটারের নাম / ৩৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

 

মোঃ শাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ এবার চট্টগ্রাম সিটির ডবলমুরিং থানাধীন মনছুরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান। এ সময় কুমিল্লা সেলুনের স্বত্বাধিকারী মোহাম্মদ জলিলের হাতে বই ও তাক তুলে দেয়া হয়।

আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শেখ আনিস মঞ্জুর সেন্টু, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, অভিনয়কর্মী মোহাম্মদ আলী, সংস্কৃতিকর্মী শাহীন আলম, সৌরভ পাল, রহিমা আক্তার প্রমা, সাইফুল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান বলেন, ‘বইয়ের নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সেলুনে বই থাকলে অপেক্ষমান গ্রাহকরা তাদের সময় জ্ঞান অর্জনে কাজে লাগতে পারবেন। এতে করে সমাজে আলোকিত মানুষ গড়ে উঠবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত যুবক ও কিশোররা তাদের কিছু সময় বই পড়ায় ব্যয় করবে। এতে পরিবার ও সমাজ তথা সংশ্লিষ্ট এলাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।’

গোলাম মাওলা জসিম বলেন, ‘মানুষ এখন বই পড়ে না, ফেসবুক পড়ে। তাদেরকে বইমুখী করতেই আমার এ উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশে আমার এ উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।’

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ