শিরোনাম
পাটগ্রাম পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্জিত অর্থ সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে : আনসারুল হক চট্টগ্রামে ১২ জন কারা পরিদর্শকের মধ্যে ৮ জন বিএনপি নেতা-কর্মী। গাইবান্ধায় স্বামীর মিথ্যা মামলায় হয়রানীর শিকারে সংবাদ সম্মেলন । পটিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ মাইক্রো ভারতে আটক থাকা ৫ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবি সাতক্ষীরায় এক রাতে চার দোকানের মালামাল চুরি ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী সাবা। টিসিবি এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া : বাণিজ্য উপদেষ্টা আমরা আল্লাহর শক্তিতে বলীয়ান একটি জাতি গঠন করতে চাই : জামায়াত আমির 
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন ডবলমুরিংয়ের মনছুরাবাদে

রিপোটারের নাম / ২৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

 

মোঃ শাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ এবার চট্টগ্রাম সিটির ডবলমুরিং থানাধীন মনছুরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান। এ সময় কুমিল্লা সেলুনের স্বত্বাধিকারী মোহাম্মদ জলিলের হাতে বই ও তাক তুলে দেয়া হয়।

আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শেখ আনিস মঞ্জুর সেন্টু, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, অভিনয়কর্মী মোহাম্মদ আলী, সংস্কৃতিকর্মী শাহীন আলম, সৌরভ পাল, রহিমা আক্তার প্রমা, সাইফুল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান বলেন, ‘বইয়ের নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সেলুনে বই থাকলে অপেক্ষমান গ্রাহকরা তাদের সময় জ্ঞান অর্জনে কাজে লাগতে পারবেন। এতে করে সমাজে আলোকিত মানুষ গড়ে উঠবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত যুবক ও কিশোররা তাদের কিছু সময় বই পড়ায় ব্যয় করবে। এতে পরিবার ও সমাজ তথা সংশ্লিষ্ট এলাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।’

গোলাম মাওলা জসিম বলেন, ‘মানুষ এখন বই পড়ে না, ফেসবুক পড়ে। তাদেরকে বইমুখী করতেই আমার এ উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশে আমার এ উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।’

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ