শিরোনাম
তালায় মাদক সম্রাট প্রিন্সের বাড়ী অভিযান; গাঁজা ও ইয়াবা উদ্ধার তালায় ৪১ তম আমিনীয়া ইছালে সাওয়াব মাহফিল অনুষ্টিত ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার আসন্ন মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরে পথসভা চন্দনাইশে এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের বিদায় ও শতবর্ষ পূর্তি উদযাপন পাটগ্রামে তিস্তা বাঁচাও আন্দোলন সফল করতে বিএনপির বর্নাঢ্য র-্যালি চুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন সেই ইলেকট্রিক চেয়ারে আমাকে বসানো হয়েছিল : মাওলানা রফিকুল ইসলাম  ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় সম্মত হয়েছেন রাশিয়া। প্রধান উপদেষ্টা দুবাই পৌঁছেছেন। গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

রিপোটারের নাম / ২২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক:জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামি। বুধবার (১৫ নভেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-মালদ্বীপ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তির দিকে এগিয়ে চলেছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে।’

 

স্পিকার বলেন, ‘মালদ্বীপের মতো বাংলাদেশের পর্যটন খাতও অত্যন্ত সম্ভাবনাময়। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।’

 

তিনি বলেন, বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি বিমান যোগাযোগ এই দুই দেশের আন্তসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ এ সময় তিনি মালদ্বীপের পর্যটন খাতের প্রশংসা করেন।

মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামির বলেন, ‘মালদ্বীপে প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিক দক্ষতার সঙ্গে কাজ করছে।’ তিনি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় স্পিকারের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।

এ সময় ছিলেন– মালদ্বীপ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মাইশান আহমেদ এবং থার্ড সেক্রেটারি নাসির মারিয়ামসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ