আন্তর্জাতিক রিপোর্ট: আগামী ১লা ও ২রা জুন শনিবার , রবিবার দুইদিন ব্যাপী নেপালের রাজধানী কাটমুন্ডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স -২০২৪
আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন সার্ক জার্নালিস্ট ফোরামের মহাসচিব মোঃ আব্দুর রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ কামাল ।
সার্ক জার্নালিস্ট ফোরাম এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমান্ডে আগামী ১লা ও ২রা জুন, ২০২৪-এ আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স এর আয়োজন করছেন।
সম্মেলনের সকল প্রস্তুতি গুরুত্বের সাথে করছে আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপপ্রধানমন্ত্রী শ্রেষ্ঠাকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি তা গ্রহণ করেন।
উল্লেখ্য , সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন।
ইতিমধ্যে গত এক বছরে ছয়টি আন্তর্জাতিক কনফারেন্স এর আয়োজন করেছে এই সংগঠন।