ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুচাবড়ী গ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহিম আলী (চেয়ারম্যান) আর নেই। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম কলমদর আলীর পুত্র।
মোঃ ইব্রাহিম আলী একাধারে একজন রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী ছিলেন। তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই সম্মানের সঙ্গে নির্বাচনী ফলাফল গ্রহণ করে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও নিজ বাড়ির পাশে কাঠের তৈরি নৌকার ডগ ও বিভিন্ন মাছের বিল দীর্ঘদিন লিজ নিয়ে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বিকাল ৫টায় কুচাবড়ী বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শায়েখ আব্দুল হান্নান গনেশপুরী।
জানাজার পূর্বে মরহুমের বড় ছেলে মোঃ জিয়াউর রহমান উপস্থিত মুসল্লিদের কাছে তার পিতার পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের তৃতীয় ছেলে মাওলানা যয়নাল আবেদীন ফারুক। পরে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।