এইচটি বাংলা ডেস্ক : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (এডব্লিউসিআরএফ)-এর নেতৃবৃন্দ।
৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানবসম্পদ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য এনএসডিএ অনুমোদিত স্কিল ট্রেনিং সেন্টার স্থাপন, প্রশিক্ষণের মান উন্নয়ন, সার্টিফিকেশন কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়।
মতবিনিময়কালে সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, নারী ও শিশুদের টেকসই ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য মানসম্মত দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। এতে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের শিক্ষা, অধিকার সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরী এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং নারী ও শিশুদের দক্ষতা উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন ও এসোসিয়েট মেম্বার মোঃ আবু জাফর দেওয়ানসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।