এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ আগষ্ট রোজ শনিবার বিকাল - ৫ ঘটিকায় চট্টগ্রাম মেহেদীবাগস্থ একটি হোটেলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় এবং চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে কমিটির সকলের সিদ্ধান্তক্রমে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত এশিয়ান গ্রীন বাংলাদেশ নামক পরিবেশবাদী নতুন প্রজেক্ট এর অনুমোদন ও লগো উন্মোচিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস প্রমূখ।