শিরোনাম
চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত।
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

কালিহাতীর গর্ব বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

রিপোটারের নাম / ২৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: রাজনীতির নীরব এক আলো নিভে গেলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনসঙ্গিনী ও রাজনৈতিক সহযাত্রী নাসরিন সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে।

 

শনিবার (৭ জুন) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাঁর চিরবিদায়ের যাত্রা।

 

নাসরিন সিদ্দিকী ছিলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের গর্ব। তিনি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য, একজন ব্যক্তিত্বময়ী সমাজসেবী এবং রাজনৈতিক সংগ্রামের এক নীরব সৈনিক। নিজের অবস্থান থেকে নিরবেই লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন—কখনো আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও ছিলেন সকলের শ্রদ্ধার পাতায়।

 

তার জানাজা আজ ৮ জুন বাদ আসর ছাতিহাটী গ্রামে পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হবে।

 

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সহযোদ্ধারা হারালেন এক প্রেরণার বাতিঘর, পরিবার হারাল এক অমূল্য অবলম্বন। টাঙ্গাইলবাসীসহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো অনুভব করছে এক অপূরণীয় শূন্যতা।

 

আজ রাজনীতি হারালো এক নির্ভীক কণ্ঠ, আর একজন মানুষ হারালো তার হৃদয়ের ঘর।

ভালোবাসায়, শোক আর সম্মানে—বিদায় বঙ্গবীরের প্রেরণাদায়িনী সাথী, কালিহাতীর অহংকার।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ