পোরশা (নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর পোরশায় গাজীপুর দৌনিক প্রতিদিনের পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন কে হত্যার চেষ্টার প্রতিবাদ ও জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় পোরশা উপজেলার সরাইগাছি বাজার জিরোপয়েন্টে। উক্ত মানব বন্ধন ও সমাবেশে পোরশা উপজেলার উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব এবং রিপোর্টাস ক্লাবের সাংবাদিক বৃ ন্দরা উপস্থিত ছিলেন। স্ব স্ব প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক দ্বয়েরা বক্তব্য রাখেন ।