গাজীপুর প্রতিনিধি: হেফজতে ইসলাম শ্রীপুর উপজেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোট নির্বাহী কমিটির সদস্য মুফতি শামীম সাহেব গাজীপুর–৩ সংসদীয় আসন থেকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি দলীয় প্রতীক মিনার মার্কায় নির্বাচন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ধর্মীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে মুফতি শামীম সাহেবকে এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার ধর্মপ্রাণ মানুষসহ সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
মুফতি শামীম সাহেব বলেন, “ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণকে সামনে রেখে আমি নির্বাচন করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে গাজীপুর–৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।”
আগামী দিনে নির্বাচনী প্রচারণা ও কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।