চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
রোববার (১৯ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়েছে।
সাত সদস্যের এই কমিটিতে পদাধিকার বলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে সভাপতি মনোনীত করা হয়েছে।
অ্যাডহক কমিটির ছয় সদস্য হলেন— ক্রীড়া অনুরাগী ও ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, ক্রীড়াসম্পৃক্ত ব্যক্তি সৈয়দ আবুল বাশার, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি ইয়াসির আরেফিন চৌধুরী, ক্রীড়া সাংবাদিক শাহনেওয়াজ রিটন।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের একজন উপ-পরিচালককে পদাধিকারবলে এই কমিটির সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে।