চট্টগ্রাম মহানগর ছাত্রদল সিনিয়র_যুগ্ম_আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন আজ পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ৭টি রাজনৈতিক মামলায় চট্টগ্রাম মহানগর দায়রাজজ আদালত ও মেট্রোপলিটন মেজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন না মন্জুর করে জেল হাজতে যাওয়া নির্দেশ দেন। সরকারের আনুগত্য শীল প্রশাসন ও তলবি বাহক আদালত বিরোধী দলের নেতা-কর্মীদের দমন-পীড়নের উদ্দেশ্য মিথ্যা মামলা দিয়ে রাজপথের সক্রিয় কর্মিদের আন্দোলন থেকে দূরে রাখতে চায়। আসিফ চৌধুরী লিমন একজন পরিছন্ন ও দীর্ঘদিনের রাজপথের শহীদ জিয়ার আর্দশের সূর্য সৈনিক। আসিফ চৌধুরী লিমন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সামনে থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদল কে নেতৃত্ব দিয়ে আসছেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার সহ নি:শর্ত মুক্তি দাবি করছি।