প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৩:২৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর সমর্থনে ছাত্র ও যুব সমাবেশ
মুহাম্মদ আরফাত হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নাগরিক কমিটির প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরীর সমর্থনে ছাত্র ও যুব সমাবেশ উপজেলার ছৈয়াদাবাদ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রাতে হাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল আলম তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ বারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নাগরিক কমিটির প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আ'লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা গেয়াস উদ্দীন সুজন, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, আকবর আলী, আবদুল হাকিম, নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম বদি, কাজী শিমুল, রুবেল। মো. আবু ফরমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার মোস্তাফা চৌধুরী দুলাল, খাগরিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তোফা আহমেদ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন বাপ্পী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওমর ফারুক চৌধুরী, ছাত্রলীগ নেতা সোহেল রানা, আবির হাসান, শাহরুক প্রমুখ। এ সময় আবদুল জব্বার চৌধুরী বলেন, বেকারত্ব দূরীকরণের জন্য আনোয়ারা, সাতকানিয়া ও পটিয়া এলাকায় শিল্প প্রতিষ্ঠান হলেও তার নির্বাচনী এলাকায় হয় নাই রাজনৈতিক দূরদর্শিতার কারণে বলে জানান। তিনি নির্বাচিত হলে অর্থনৈতিক জোন স্থাপন করে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে বেকারত্ব দূরীকরণে এবং আইনশৃঙ্খলা অবনতি সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত গরু চুরিসহ অসামাজিক কর্মকান্ড যা আছে তা বন্ধ করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিবে বলে জানান। দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন। তিনি আরোও বলেন সরকারি কোন কাজ কোন দপ্তর থেকে পাস করতে হয় এই বিষয়ে তিনি ভালো জানেন নতুন করে শিখার প্রয়োজন নাই বলেও উল্লেখ করেন। যারা তার নেতা কর্মীদের হুমকী দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে তিনি ভয় পেলে ৩ বারে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে নির্বাচিত হতে পারতো না বলে জানান এবং বিরোধী পক্ষ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আহবান জানান। তার নির্বাচনে কাজ করতে গিয়ে নেতা-কর্মীদের ঝগড়া-বিবাধ থেকে দূরে থাকার আহবান জানান, কিন্তু বিরোধী পক্ষের হামলায় তার কোন নেতা-কর্মী হামলা-মামলার শিকার হলে তার সমস্ত দায়ভার নিজের কাঁধে নিবেন বলে প্রতিশ্রুতি দেন এবং তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2024 www.htbanglatv.com. All rights reserved.