এইচটি বাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৬ (রাউজান) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজমের (ট্রাক) ভোটযুদ্ধ হয়। এতে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেযে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।