মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় টেকনিক্যাল কলেজ স্থাপনের জন্য ৫ কোটি টাকার জমির দলিল হস্তান্তর করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। ৩ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নিকট এই দলিল হস্তান্তর করেন নজরুল ইসলাম চৌধুরী এম.পি। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এম.পি, সচিব মো. আবদুর রউফ, মহাপরিচালক মো. নুরুজ্জামান। খুব শীঘ্রই চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পাশে মনোরম পরিবেশে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী টেক্রটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হবে। এই টেকনিক্যাল কলেজটি স্থাপিত হলে চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা স্বাম্বলম্বী হতে পারবে। নজরুল ইসলাম চৌধুরী এম.পির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি তার ব্যক্তিগত অর্থে ৫ কোটি টাকা মূল্যের জমি ক্রয় করে টেকনিক্যাল কলেজের জন্য মন্ত্রণালয়ের সচিবের নিকট দলিল হস্তান্তর করেন।