নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপি'র পূর্ব ঘোষিত রোডমার্চ কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রাম থেকে যাওয়ার পথে চন্দনাইশ পুরাতন কলেজ গেইট এলাকায় সরকারি দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের বাঁধার মুখে পড়ে একাধিক গাড়ি। ৫ অক্টোবর চাট্টগ্রামে রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় গাড়ি বহরে হামলা করে গাড়ি ভাংচুর করার সময় পক্ষদ্বয়ের মধ্যে লাঠি-সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোডমার্চে অংশগ্রহণে যাওয়া বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর হয়। পক্ষদ্বয় লাঠি-সোটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে চন্দনাইশ চৌধুরী পাড়ার আবুল কাশেমের ছেলে মো. রাকিব (২৩), মো. ইউসুফ মিয়ার ছেলে আমির হোসেন (২৭), হাশিমপুরের মো. আবুল কালামের ছেলে ইমরান হোসেন জিসান (২৪), খুনিয়া পাড়ার জুনু মিয়ার ছেলে মো. শাহেদ (২৩), সৈয়দাবাদের কালা মিয়ার ছেলে মো. রাশেদ (২৮) সহ ১০ জনের অধিক আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতাল, কয়েকজনকে চমেক হাসপাতালে চিকিৎনার জন্য নেয়া হয় বলে জানা যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেছেন, ২/১ টি গাড়ির সামান্য কাঁচ ভেঙ্গেছে। তেমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কোনো ধরনের অভিযোগ করেননি বলে জানান।