মুহাম্মদ আরফাত হোসেন: সারাদেশের ন্যায় চন্দনাইশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১ জানুয়ারি’২৪ চন্দনাইশের ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১টি বেসরকারি প্রাথমিক স্তরের প্রায় ২০ হাজার ৩’শ ৮০ জন শিক্ষার্থীদের হাতে ১ লক্ষ ৩০ হাাজার নতুন বই তোলে দিলেন নেতৃবৃন্দ। অপরদিকে ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৫০ হাজার বই ও ১৬টি মাদরাসায় ৮৩ হাজার নতুন বই পেয়েছে ১২ হাজার ১’শ ৪০ শিক্ষার্থী। উদ্বোধনী দিনে প্রাথমিক পর্যায়ে চন্দনাইশ সদর প্রাথমিক বিদ্যালয, কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ শিশু নিকেতন, গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার প্রমুখ। ৯ম শ্রেণির ৩ বিষয়ে বই আসেনি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা বলেছেন ৯ম শ্রেণির ৩ বিষয়ে বই এখনো পৌঁছাইনি। শীঘ্রই চলে আসবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।