প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ
চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস পরিবর্তনে ক্ষুব্দ মালিকের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস পরিবর্তন করায় ভবন মালিক নুরুল আবছার ক্ষিপ্ত হয়ে কিছু সংখ্যক তার বিল্ডিং-এ ভাড়াটিয়া দলিল লেখকের প্ররোচনায় সংবাদ সম্মেলন করেন। ২৭ জানুয়ারি (শনিবার) সকালে পূর্বের কার্যালয় গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের জমিদার নুরুল আবছার তাঁর ভবনের নীচ তলায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে সাব রেজিস্ট্রারের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন এবং ১টি জাল দলিল সৃজনে অনৈতিক লাভের মাধ্যমে সহযোগিতার কথা উল্লেখ করলেও এ ব্যাপারে সঠিক তথ্য সাংবাদিকদের নিকট উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া তিনি তাঁর ৭ লক্ষ টাকা অফিস ভাড়া বকেয়া, তাঁর ভবন সম্পর্কে মিথ্যা, বানোয়াট, মনগড়া তথ্য দেয়ার বিষয়ে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করলে তড়িগড়ি করে সংবাদ সম্মেলন শেষ করে দেন। এ সকল বিষয়ে সাব-রেজিস্টার শর্মি পালিত বলেছেন, অফিস স্থানান্তরের ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষ সরেজমিনে দেখে পদক্ষেপ গ্রহণ করেছেন। অফিস ভাড়া বকেয়া থাকার কথা সত্য নয়। তাছাড়া দলিল সৃজনের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে গোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করেছেন তাঁর ভবন ছেড়ে দেয়ায়। তিনি আরো বলেন, আগামী সপ্তাহে মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। এমন সময় একটি মহল নতুন অফিসার আসার আগে একটি ঘটনা সামনে এনে প্রভাব বিস্তার করে নিজেদের ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছেন।
Copyright © 2024 www.htbanglatv.com. All rights reserved.