মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলা পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রবাসী মো. আবু জাহেদ মনজুর অর্থায়নে ১৩ জন চিকিৎসকের সহায়তায় ৫’শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ১ জুন (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সফিউল আজমের নেতৃত্বে ১৩ জন চিকিৎসক শিশু ও গাইনী ও মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌন, সার্জারী বিষয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রবাসী মো. আবু জাহেদ মনজুরের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পে আলোচনায় অংশ নেন, বিশেষজ্ঞ ডা. সফিউল আজম, ডা. হোসনে আরা বেগম, আতাউর রহমান টিপু, মো. আজিজুর রহমান, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, জহির উদ্দীন হিরু, কাজী রাশেদুল ইসলাম, শিক্ষক আবুল কাসেম, মো. মোজাম্মেল হক প্রমূখ। এ সময় ক্যাম্পে আসা রোগীদের ইসিজি, ব্লাড সুগার বিনা মূল্যে পরীক্ষা করা হয়।