চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধিঃ দূর্গা পূজার বোনাস ও এরিয়ার টাকা পরিশোধের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাটের ৩টি চা বাগানের শ্রমিকরা।
বুধবার দুপুর থেকে দেউন্দি চা বাগানের নাট্য মন্দিরে ২ ঘন্টা কর্মবিরতি করে গিলালানী চা বাগান ও রঘুনন্দন চা বাগান সহ ৩ টি চা বাগানে প্রায় ১৪শ’ শ্রমিক। এ সময় সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতারা জানান- চুনারুঘাটের দেউন্দি, গিলানি ও রঘুনন্দন চা বাগানের শ্রমিকদের ১৯ মাসের এরিয়ার প্রায় ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া, দূর্গা পূজার বোনাস জনপ্রতি ৫ হাজার ২০০ টাকা করে প্রায় ৭২ লাখ টাকা পাওনা রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। মালিকপক্ষ টাকা দেওয়ায় বারবার তারিখ করেও তাদের এরিয়া ও বোনাস পরিশোধ করেনি। গত ২ অক্টোবর মালিক পক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের কাছে একটি চিঠি দেন। দেউন্দি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এম ওয়াহিদুল হক স্বাক্ষরিত চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ১০ অক্টোবরও মালিকপক্ষ টাকা পরিশোধ করেনি।
দেউন্দি চা বাগানের শ্রমিক নিরালা ভৌমিক বলেন, ‘আমরা বারবার শুধু আশার কথা শুনে আসছি। কিন্তু আমাদের টাকা পরিশোধ করছেন না। শুধু বলেন বাগান লোকসানে! তাহলে বাগান লাভে থাকে কখন?’
রঘুনন্দন চা বাগানের শ্রমিক সুশীলা মালা বলেন, ‘সারা বছর কাজ করে আশায় থাকি দূর্গা পূজায় সন্তানদের ভালো কাপড় কিনে দিবো। কিন্তু পূজা আসার আগ মূহুর্তে টাকা নিয়ে টালবাহানা করছেন মালিক পক্ষ। যদি আজকের মধ্যে এর সমাধান না করেন তাহলে আমরা অনিদির্ষ্টকালের জন্য আন্দোলন করে যাবো।’
দেউন্দি চা বাগানের সুজিত্র বাউরি বলেন, ‘দূর্গা পূজাকে সামনে রেখে আমাদের এরিয়া ও বোনাসের টাকা দিয়ে প্রতিমার সাজ-সজ্জা করে থাকি। টাকা না পাওয়ায় এখন পর্যন্ত আমাদের প্রতিমার রংয়ের কাজসহ মন্ডপের সাজ-সজ্জা করতে পারছি না।’
লস্কপুর ভ্যালির সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরি বলেন, ‘মালিকের টাল বাাহানা শোনতে শোনতে এখন শ্রমিরা ফুসে উঠেছেন। আজ দুই ঘন্টার কর্মবিরতি পালন শেষে সিদ্ধান্ত হয়েছে দেনা-পাওনা শোধ না হওয়া পর্যন্ত বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’
দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, ‘তাদের দাবি সবই সঠিক। কিন্তু চা বাগানের উৎপাদন খারাপ, মার্কেট খারাপ থাকায় আয়ের উৎস কম থাকাই যার ফলে টাকা যথাসময় দেয়া সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ ধাপে ধাপে টাকা পরিশোধ করতে চাচ্ছে।’