সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে ”শীর্ষক রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারি পরিচালক ইকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ইউ আর সি মোস্তফা আহসান হাবিব,সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, তথ্য সেবা তথ্য আপা সাবিহা মুস্তারি, এস পি পি এম দাখিল মাদ্রাসা সহকারি সুপার শাহিন আলম।এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল আহাদ, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপ- প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারি প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,জয়দেব চন্দ্র দেবনাথ, আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন, সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ,, আলহাজ্ব নাসির উদ্দীন, জামেয়া মুহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা সহকারি শিক্ষক রুহুল আমিন, এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমিত্রা নন্দি,উপজেলা সমবায় অফিস সহকারী রজত কান্তি দাস প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন জালালিয়া ফাজিল মাদ্রাসা দশম শ্রেণির ছাত্র আশফাকুর রহমান ও গীতা পাঠ করেন সুস্মিতা কুন্ড। কবিতা পাঠ করেন কবি পুলিন রায় ও মোস্তফা আহসান হাবিব।রচনা প্রতিযোগীতায় প্রথম পুরুষ্কার বিজয়ী ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবির আচার্য্য অংকন ও তৃতীয় পুরুষ্কার বিজয়ী একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পিনাক রঞ্জুন দাস এবং দ্বিতীয় পুরুষ্কার বিজয়ী এস পি পি এম আদর্শ দাখিল মাদ্রাসা ছাত্র তাঈম উদ্দিন। এছাড়া রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন কারি ১১ টি বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের মধ্যে সান্তনা পুরুষ্কার দেয়া হয়।