ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযানে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাদেক, গোলাম সারোয়ার ও সিকান্দর আলীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছাতক কোর্ট পয়েন্ট এলাকা থেকে আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মমিন নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রিঃ এর একজন সন্দিগ্ধ আসামি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।