প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ৬:৫৯ পূর্বাহ্ণ
ছাতকে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আওতায় প্রশিক্ষন সম্পন্ন
সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবক দের জন্য “পুষ্টি ও পরিবেশ সচেতনতা ” বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরী। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইনের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুম মিঞা,খুরমা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারন কর্মকর্তা সুমন আচার্য, মনিটরিং কর্মকর্তা রাজিব কুমার রায়,ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট শাহরিয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপলু আহমদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমূখ।বিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রীদেরকে প্রতিদিন দুধ খাওয়ানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিস এ কর্মসূচী গ্রহন করে। পাইলট প্রকল্প হিসেবে।
Copyright © 2024 www.htbanglatv.com. All rights reserved.