রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি: নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “শীত আসবে শিশু হাসবে—উষ্ণতার পরশে”-এর ৩য় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পটিয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে প্রোগ্রাম সঞ্চালনা করেন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখার মালী মোহাম্মদ রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া শাখার চীফ কো-অর্ডিনেটর সৌরভ হোসাইন হিরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম এবং পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরফুল শীত ইভেন্টের আহবায়ক শামিবুল হাসান শামীম, শীত ইভেন্টের উপদেষ্টা শাহরিয়ার হোসাইন, অর্থ সম্পাদক আরিফুর ইসলাম তুষারসহ নগরফুলের বিভিন্ন শাখার মালীবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। এ সময় পটিয়া শাখার কো-অর্ডিনেটর শাওয়াল চৌধুরী তাঁর মনোমুগ্ধকর নাশিদ ও গজল পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। পরে নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পটিয়া শাখার চীফ কো-অর্ডিনেটর সৌরভ হোসাইন হিরো বলেন,
“নগরফুল দীর্ঘ ১১ বছর ধরে যে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—যতদিন নগরফুল থাকবে, ততদিন এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং শীতের কষ্ট লাঘব করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নগরফুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।