এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: পাটগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭আগষ্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এর সভা কক্ষে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা, চোরা চালান প্রতিরোধ ও টাস্কফোর্স, নারী ও শিশু নির্যাতনপ্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ, তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ,ভোক্তা অধিকার সংরক্ষণ, এনজিও বিষয়ক,কৃষি ঋণ সম্পর্কিত কমিটির কার্যক্রম সহ উপজেলার বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হয়।আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।