পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক ধর্ষককে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটক আনোয়ার সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে। মঙ্গলবার পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী নাসরিন সুলতানর দায়ের করা পোরশা থানার ১৩ নং নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে আটক করা হয়। মামলা সূত্রে জানাগেছে, নাসরিন একজন গৃহিণী। বিগত ২০০৪ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক পশ্চিম হরিপুর গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুল হাই কাফি এর সাথে তার বিবাহ হয়। তাদের ঘরে একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। গত ২৭/০৫/২০২৫ইং তারিখ দুপুরে নাসরিনের স্বামী আব্দুল হাই কাফি বিশেষ প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ যায়। এসময় তার মেয়ে খালার বাসা রাজশাহীতে ও ছেলে মাদ্রাসায় ছিলেন। একইদিন দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নাসরিন তার বাড়ীর গেটের দরজা খুলে বাড়ীর বাহিরে বাথরুমে যায়। এসময় তার স্বামী ও সন্তান বাড়ীতে না থাকার সুযোগে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আনোয়ার গেট দিয়ে বাড়ীতে প্রবেশ করে এবং ঘরের দরজা না থাকায় ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় আনোয়ারকে দেখে সে ডাক চিৎকার করার চেষ্টা করলে আনোয়ার তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রান নাশের : হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে একপর্যায়ে নাসরিনের চিৎকারে প্রতিবেশীরা আসলে ধর্ষক পালিয়ে যায়। এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংশা করতে চাইলে তা হয়নি ফলে নাসরিন মঙ্গলবার থানায় এসে মামলা করেন। এপরিপ্রেক্ষিতে পোরশা থানা পুলিশ আনোয়ারকে হরিপুর এলাকা থেকে আটক করে। পরে থাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান।