এইচটি বাংলা ডেস্ক : নির্বাচন দুই মাস এগিয়ে আনার আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।
দুই জনের মধ্যে বৈঠকে কী বিষয়ে আলোচনা, সে বিষয়ে দুই পক্ষের কারও কাছে থেকে কিছু জানানো হয়নি।
উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ওনারা দুই জন আলোচনা করেছেন। সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সাড়ে তিন মাসের মাথায় ২১ নভেম্বর দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দীন কমিশন।
প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলে এলেও পরে সেখান থেকে সরে এসে প্রথমে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন কোরবানির ঈদের আগের দিন।
তবে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিতে আগামী ঈদের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে একমত হওয়ার কথা জানানো হয়।