শিরোনাম
চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫” ৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ জনশক্তি পার্টির আত্মপ্রকাশ: আহ্বায়ক মো. রবিউল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. জহির উদ্দিন হাওলাদার

রিপোটারের নাম / ২৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

তোফাজ্জল হোসেন , সিনিয়র রিপোর্টার : বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ জনশক্তি পার্টি। রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

 

দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, মো. রবিউল ইসলাম সোহাগ-কে পার্টির আহ্বায়ক এবং মো. জহির উদ্দিন হাওলাদার-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নেতৃবৃন্দ বলেন, এই দল গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে—জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করা।

 

আহ্বায়ক মো. রবিউল ইসলাম সোহাগ বলেন, “বাংলাদেশ জনশক্তি পার্টি জনগণের কথা বলার একটি নতুন প্ল্যাটফর্ম। আমরা এই দেশকে সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চাই।”

 

সদস্য সচিব মো. জহির উদ্দিন হাওলাদার বলেন, “জনগণের শক্তিই আমাদের প্রেরণা। দলমতের উর্ধ্বে উঠে আমরা এক নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা বৈষম্য।”

 

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দলটির ঘোষণাপত্র ও আদর্শ তুলে ধরে বক্তারা জানান, এটি একটি গণমুখী, আধুনিক ও উদার রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নতুন এই দলটি এক ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ