এইচটি বাংলা ডেস্ক : আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হলে সভাপতি পদে লড়াই হতে পারে তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে।
বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগার লবী।
লবী বলেন, “তামিম ইকবাল আমাদের (বিএনপি) প্রার্থী, আর সরকার থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী দিয়েছে।”
খুলনা ভেন্যুর অবস্থা নিয়ে লবী বলেন, “দীর্ঘদিন ধরে এখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। স্টেডিয়ামের অবস্থা নাজুক। তামিম ইকবাল নির্বাচিত হলে আমি তাকে দিয়ে এসব কাজ করাতে পারব। ও একজন নামকরা ক্রিকেটার, তার নেতৃত্বে ক্রিকেটের মান আরও উন্নত হবে।”
২০ বছর আগে বিসিবির সভাপতি থাকার সময় খুলনায় আন্তর্জাতিক ভেন্যু স্থাপনের স্মৃতি তুলে ধরে লবী বলেন, “খুলনায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কারণে আইসিসির আপত্তি ছিল। তখন নৌবাহিনী ও হোটেল রয়েলের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করেছি। বিসিবির নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক প্রেসবক্স নির্মাণসহ স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছিল। আমার দায়িত্বকালে এখানেই বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।”
রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় না থাকার প্রসঙ্গে লবী বলেন, “আমি তিন বছর কারাগারে ছিলাম। সাত দিন আয়না ঘরে রিমান্ডে ছিলাম। অমানুষিক অত্যাচার সহ্য করেছি। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, এখনও খুলতে পারিনি। ১৬ বছর ব্যবসার লাইসেন্স নবায়ন করা হয়নি। সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল সেটি করিয়ে দিয়েছেন। আমাকে রাজনীতি ছেড়ে দিতে চাপ দেওয়া হয়েছিল, তাই বাধ্য হয়ে কিছুদিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম।”
আলী আসগার লবী বিএনপি মনোনীত খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। আগামী নির্বাচনে খুলনা-৫ আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।