শিরোনাম
মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ! 

রিপোটারের নাম / ১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের বেশ কয়েকটি নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মনোহরদী বাসস্ট্যান্ড টু হাতিরদিয়া রোডের মাঝিবাড়ি এলাকায় টানানো ব্যানার ছিঁড়ে ফেলে অভানাচুর (অবিন্যস্তভাবে কেটে-ছেঁড়ে নষ্ট করা) করা হয়। একই সঙ্গে উপজেলার আরও কয়েকটি স্থানে ব্যানার-বিলবোর্ড ক্ষতিগ্রস্ত করার ঘটনাও পাওয়া গেছে।

 

ঘটনার পর এলাকাজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এটিকে “পরিকল্পিত নাশকতা” বলে দাবি করছেন।

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে মনোহরদী উপজেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারি মাওলানা মনিরউদ্দিন আল আজহারী বলেন- নির্বাচন সামনে রেখে এমন ঘটনা ভালো লক্ষণ না। এটা এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা।

 

মনোহরদী পৌরসভা যুব বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন- এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের নজর দেওয়া উচিত। এভাবে একের পর এক ব্যানার ছিঁড়লে উত্তেজনা বাড়বে।

 

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন জানান, আমরা শান্তিতে ভোট দিতে চাই। কিন্তু বারবার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে—এটা খুবই দুঃখজনক। কে করছে জানি না, তবে উদ্দেশ্য খারাপ বুঝা যাচ্ছে।

 

কলেজ শিক্ষার্থী জাহিদ হাসান শিপন: নির্বাচন মানে প্রতিযোগিতা। কিন্তু ব্যানার ছিঁড়ে প্রতিযোগিতা হয় না। যারা করেছে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন- এলাকায় বিভিন্ন দলের ব্যানার আছে। অন্য কারওটা কেউ ছিঁড়ে না, শুধু জাহাঙ্গীর সাহেবের ব্যানারগুলোই নষ্ট করা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই উদ্দেশ্য আছে।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই কাজ পুরোপুরি কাপুরুষোচিত। জনগণের ভালোবাসায় আমরা মাঠে আছি। ব্যানার ছিঁড়ে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না ইনশাআল্লাহ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ