হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : আগামীকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিট ঘটিকার সময় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪২ জামালপুর সদর-৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীককের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে জামালপুর শহর বিএনপির উদ্যোগে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি সোমবার বিকেলে স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রচার মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সেখান থেকে এক বিশাল প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলা চত্বরে গিয়ে শেষ হয়।
শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মমিন প্রমুখ।
এছাড়াও জেলা, শহর, সদর, ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।