এস সোহেল ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় থানা চত্বরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, এস আর সোহেল সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনায় সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তঘেঁষা মহেশপুরের নানান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে সমাজের অন্ধকার অনেকটাই দূর হবে।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। ফলে সীমান্ত ও জনপদে মহেশপুরের প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।