প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
রংপুর-৬ আসনে বিজয়ী ড. শিরীন শারমিন চৌধুরী
এইচটি বাংলা ডেস্ক : রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী আবার বিজয়ী হয়েছেন। তিনি নৌকা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ১০৮,৬৩৫।
রোববার (০৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শিরীন শারমিন চৌধুরীর নিকটতম প্রতিদ্বিন্দ্বী মো. সিরাজুল ইসলাম স্বতন্ত্র থেকে ট্রাক মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৩৬,৮৩২।
এছাড়াও জাতীয় পার্টি লাঙ্গল মার্কা মো. নূর আলম মিয়া ভোট পেয়েছেন ৯,০১৬। ন্যাশনাল পিপলস পার্টির মো. হুমায়ূন ইজাজ আম মার্কা নিয়ে ভোট পেয়েছেন শূন্য।
বাংলাদেশ কংগ্রেসের মো. মাহবুল আলম ডাব মার্কা নিয়ে ভোট পেয়েছেন শূন্য, বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি মার্কা নিয়ে মো. জাকারিয়া হোসেন ভোট পেয়েছেন শূন্য।
আবার একই আসনে তাকিয়া জাহান চৌধুরী স্বতন্ত্র থেকে কাঁচি মার্কা নিয়ে তিনিও শূন্য ভোট পেয়েছেন।
রংপুর-৬, আসন নং: ২৪ পীরগঞ্জ উপজেলা। মোট ভোটার ৩২৯,৭৫৪,মোট কেন্দ্র ১১১। পুরুষ ভোটার ১৬৪,২৫২, নারী ভোটার ১৬৫,৪৯৮
তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন (১ জানুয়ারি ২০২৩ হালনাগাদ তথ্য)
Copyright © 2024 www.htbanglatv.com. All rights reserved.