এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, গবেষণা প্রস্তাবনা যে কোন গবেষণার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে। গবেষণা প্রস্তাবনার উপর ভিত্তি করেই একজন গবেষক সামগ্রিক গবেষণাকর্ম পরিচালনা করে থাকেন। সঠিক কাঠামো অনুসরণ করা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। গবেষণায় প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করলে গবেষণার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা অধিক বৃদ্ধি পায়। আমি গবেষকদের উদ্দেশ্যে বলবো Turn your imagination into reality. আসলে রুটিন করে কাগজ-কলম নিয়ে পড়ার টেবিলে বসে সাধারণত রিসার্চের আইডিয়া তেমন পাওয়া যায় না। কল্পনা শক্তি বাড়াতে হবে। বিজ্ঞানসম্মত কিছু অনুশীলন আছে সেগুলো চর্চা করতে হবে।
চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বেলা ১২.০০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারের রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া ও সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।