রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি গেইট সংলগ্ন মোস্তফা হাকিম কলেজ রোডে অবস্থিত গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এই ট্রেনিং অনুষ্ঠিত হয়। অক্টোবর মাসে যুক্ত হওয়া নতুন সদস্য ও পুরাতন কিছু সদস্যদের সমন্বয়ে উক্ত ট্রেনিংয়ে ৩০ জন সেচ্ছাসেবী সদস্য সুযোগ পান। সকাল ৯টা থেকে শুরু হওয়া ট্রেনিংয়ের মধ্যে ছিলো ব্লাড গ্রুপিং নির্ণয়, ডায়াবেটিস প্রশিক্ষণ, ব্লাড প্রেসার প্রশিক্ষণ, এবং থ্যালাসেমিয়া, ডায়াবেটিস, ব্লাড জোগাড়, ক্যাম্পিং পরিবেশ ও জনসাধারণ নিয়ন্ত্রণ উক্ত বিষয়ের উপর সেমিনার নেওয়া হয় সবশেষে পরীক্ষার মধ্যে দিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক আপ ট্রেনিং ২০২৫ সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।
মানবতার সেবায় এক ঝাঁক তরুণ স্বপ্নবাজের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা সামজিক সেচ্ছাসেবী ও মানবতার সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক আজ একটি আস্থার নাম।রক্তদানের মতো মহৎ কাজকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম— মানুষের হাসি, বেঁচে থাকার আশা আর একফোঁটা রক্তের বিনিময়ে নতুন জীবন বাঁচানোর প্রত্যয়ে।রক্তের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে ছড়িয়ে দেবে আরও বিস্তৃত পরিসরে।
হেল্থ চেক-আপ ট্রেনিংয়ে অংশ গ্রহণকারী উপস্থিত সেচ্ছাসেবীরা এই ট্রেনিং নিয়ে সন্তুষ্টি লাভ করে, এবং সামনে আরো এই ধরনের ট্রেনিংয়ে অংশ গ্রহণ করে নিজেদের আরো দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই।
হেল্থ চেক - আপ ট্রেনিং নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন বলেন সেচ্ছাসেবীদের কাজের দক্ষতাকে আরও বেশি শক্তিশালী করবে এই ধরনের ট্রেনিং গুলো মাঠপর্যায়ে মানুষের সেবা প্রদানের সহযোগী হিসেবে কাজ করবে।
উক্তি ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা.মেসবাহউদ্দিন তুহিন, সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সাংগঠনিক প্রধান নাদিম শেখ,অফসি ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম, নিবার্হী সদস্য ইয়াছিন আরাফাত, এছাড়াও সেচ্ছাসেবী সদস্যদের মাঝে ট্রেনিংয়ে অংশ গ্রহণ করেন তাবাসসুম ইসমত জাহান তারিন,ফারহানা আক্তার নওরিন,রাজিয়া বিনতে ত্রিশা,আয়েশা সিদ্দিকা (মিম),ইসরাত জাহান নাঈমা, মোশাররফ হোসেন,মোঃ ইমরান, মো: মাহফুজ,হুমায়রা বিনতে কামাল,তানিশা আক্তার,সালাম আকতার শ্রীতি,সানজিদা আক্তার ফারিয়া,সাইফুল ইসলাম (নিশান),রিনা আক্তার,দিলরুবা বেগম,মারিয়া আক্তার,ইব্রাহিম ইসলাম,আনিশা আক্তার,হাসনা আক্তার,জিহাদ সরকার লিমন,কাশপিয়া আলম জনি,এসরাত জাহান মিম,সেজুতি আলম তিফা,মোহাম্মদ ফোরকান,রাহনোমা আলী জাসি,সাইদুল আলম রাকিব,ইসরাত ইসমা,নাইমা সুলতানা।